বুড়ির হাট জামে মসজিদ


জেলার ভেদরগঞ্জ উপজেলার বুড়ির হাট মসজিদটি(Burir Hat Masjid) খুবই বিখ্যাত এবং ইসলামী স্থাপত্যকলার নিদর্শন।জেলার প্রধান আর্কষন এই বুড়ির হাট মসজিদ। শরীয়তপুর ভেদরগঞ্জ উপজেলার বুড়ির হাট বাজারে এই মসজিদের অবস্থান। প্রায় অনুমানিক ১০০ বছর আগের তৈরি মসজিদটি ইসলামিক স্থাপত্য কলার এক অপূর্ব নির্দশন। মাঝির ঘাট থেকে বাসে সদর হয়ে এই বুড়িরহাট মসজিদে আসা যায়।


কিভাবে যাবনঃ

শরীয়তপুর সদর থেকে বাসে অথবা অটোতে করে বুড়িরহাট মসজিদে যাওয়া যায়।জেলার সদর উপজেলার বুড়ির হাট মসজিদটি খুবই বিখ্যাত এবং ইসলামী স্থাপত্যকলার নিদর্শন।
বুড়ির হাট জামে মসজিদ বুড়ির হাট জামে মসজিদ Reviewed by Admin on April 24, 2020 Rating: 5

No comments:


Powered by Blogger.