উলপুর জমিদার বাড়ি


গোপালগজ্ঞ মধূমতি নদীর অববাহিকায় গড়ে উঠা একটি জেলা। রাজা বল্লাল সেনের আমলে এ জেলার পূর্ব সীমানায় খাটরা গ্রামের অধিবাসী হিন্দু ধর্মাবলম্বীরাই এ অঞ্চলে প্রথম বসবাস শুরূ করে। উনবিংশ শতাব্দির দিকে এ অঞ্চলটি রাণী রাসমণির স্টেট জমিদারির অন্তরভুক্ত ছিলো। তাই এই অঞ্চলে এখনও অনেক জমিদার বাড়ির খোঁজ পাওয়া যায়। তাদের মধ্যে অন্যতম উলপুরের জমিদার বাড়ি।


গোপালগঞ্জ সদর থেকে প্রায় ৮কিঃমিঃ উত্তরে অবস্থিত উলপুর গ্রাম। জানা যায় উলপুরের জমিদারেরা ছিলেন একশত ঘর শরীক। গ্রামটিতে এখনো টিকে আছে শতাব্দী প্রাচীন বেশ কয়েকটি বৃহদাকার দালান কোঠা। এর মধ্যে ৭/৮টি  রয়েছে দোতালা দালান । জমিদারী  প্রথা  কালের  গর্ভে  হারিয়ে  গেলেও জমিদারদের পরিত্যাক্ত বিল্ডিং গুলো কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে স্বগর্বে। পুরাতন বিল্ডিংগুলো উলপুর তহশীল অফিস, পুরনো ইউনিয়ন বোর্ড অফিসসহ স্বাস্থ্য কেন্দ্র, সাব পোষ্ট অফিস, পুরানো সরকারী শিশু সদন হিসেবে ব্যবহৃত হচ্ছে।

যেভাবে যাবেনঃ-
গোপালগঞ্জ কুয়াডাংগা বাসস্ট্যান্ড থেকে বাস যোগে উলপুর। সেখান থেকে রিক্সা করে উলপুরের জমিদার বাড়ি পৌঁছানো যায়।
উলপুর জমিদার বাড়ি উলপুর জমিদার বাড়ি Reviewed by Admin on April 24, 2020 Rating: 5

No comments:


Powered by Blogger.